ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব  ৮ম দিনের অনুষ্ঠানমালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৩ অক্টোবর ২০২৩

প্রতিবারের মতো এবারো দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ৬ থেকে ১৭ অক্টোবর ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।

১৩ অক্টোবর শুক্রবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় নন্দন এর দলীয় সঙ্গীত দিয়ে বিকাল ৪টায়।

উন্মুক্ত মঞ্চ:  
শিশু সংগঠন মৈত্রী শিশু দল পরিবেশন করে জারি গান, দলীয় সঙ্গীত পরিবেশন করে স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্ৰ ও চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যজন ও উদ্ভাস নৃত্যকলা একাডেমি, পথনাটক পরিবেশন করে বাংলা নাট্যদল।

জাতীয় নাট্যশালা মিলনায়তন:
ডলস থিয়েটার (ভারত) প্রযোজনা Taming of the wild (পাপেট শো)
রচনা ও নির্দেশনা: সুদিপ গুপ্তা 

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল:  
কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র (ভারত) প্রযোজনা ভোরের বারান্দা 
রচনা: প্রদীপ্ত ভট্টাচার্য
নির্দেশনা: কিশোর সেনগুপ্ত

স্টুডিও থিয়েটার হল: 
নাট্যধারা প্রযোজনা স্বর্ণময়ী
রচনা: গাজী রহিসুল ইসলাম তমাল
নির্দেশনা: লিটু সাখাওয়াত

বাংলাদেশ মহিলা সমিতি:  
নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজনা অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা 
নাটক: রবীন্দ্রনাথ ঠাকুর 
নির্দেশনা: সারা যাকের
 
আগামীকাল ১৪ অক্টোবর ২০২৩ শনিবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।

উন্মুক্ত মঞ্চ: 
শিশু সংগঠন দিনিয়া সবুজ কুঁড়ি কচি-কাঁচার মেলা পরিবেশনা করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুরসাগর ললিতকলা একাডেমি, রংধনু ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী, দলীয় আবৃত্তি পরিবেশন করবে ত্রিলোক বাচিক পাঠশালা ও শ্রুতিঘর, দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যাক্ষ, পথনাটক পরিবেশন করবে মানস নাট্যাঙ্গন।

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: 
শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজনা
পীরচানের পালা 
রচনা: সৈয়দ শামসুল হক 
নির্দেশনা: খোরশেদুল আলম 

স্টুডিও থিয়েটার হল:
অনিক (ভারত) প্রযোজনা
ভালোবাসা 
রচনা: সুদীপ্ত ভৌমিক 
নির্দেশনা: অরূপ রায় 

বাংলাদেশ মহিলা সমিতি: 
কণ্ঠশীলন প্রযোজনা
তাজমহলের টেণ্ডার
রচনা: অজয় শুক্লা 
অনুবাদ: সফিকুন্নবী সামাদী
নির্দেশনা: মীর বরকত


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি